Friday, September 20, 2019

পরিচ্ছন্ন পরিবেশ আইন চাই!

প্রাপ্তিতে অপ্রাপ্তি!
"প্রথম আলো" প্রায়ই আমার সাথে এই কাজ করে। মূল লেখা কেটে ছিঁড়ে ক্ষতবিক্ষত করে তারপর প্রকাশ করে।
আজকে প্রকাশিত এই লেখার মূল লেখাটি ছিল→

পরিচ্ছন্ন পরিবেশ আইন চাই!

বাংলাদেশ সরকার যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সেসবের সর্বোচ্চ সুফল পাওয়ার জন্য দেশে উন্নত বিশ্বের মতো একটি পরিচ্ছন্ন পরিবেশ আইন ও তার যথাযথ প্রয়োগ চাই। উন্নত যোগাযোগের জন্য ফ্লাইওভার হয়েছে কিন্তু দেখা যায় তার নিচতলা ময়লার স্তুপ ও মশামাছির অভয়ারণ্য হয়ে উঠে। এসব নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন পরিবেশ আইনের বিকল্প নেই। এছাড়াও এই আইনের আওতায় পলিথিন ও পলিথিনজাত ওয়ানটাইম প্লেট-গ্লাস নিয়ন্ত্রণ ও নির্মূল করা প্রয়োজন। অধিকন্তু কারো স্থাপনার দেয়ালে পোস্টার লাগানো হলে এর বিরুদ্ধে ভুক্তভোগীকে মামলা করার সুযোগ দেওয়ার জন্য এই আইনে ধারা থাকা উচিৎ। আমরা চাই একটি পরিচ্ছন্ন বাংলাদেশ। যে প্রজন্ম ময়লা দেখে দেখে ও দুর্গন্ধ শুঁকে বড় হয় তারা পরিচ্ছন্নতাবোধ শিখবে কী করে? তারা বড় স্বপ্ন দেখবে কী করে?

—মেহেদী হাসান, বেরোবি।

No comments:

Post a Comment