আসসালামু আলাইকুম,
evaly কে মাত্র ১ লক্ষ টাকায় লাইফ একাডেমির সকল প্রজেক্টের বাৎসরিক স্পন্সরশিপ গ্রহণের প্রস্তাব করছি।
আপনারা এই প্রস্তাবে সম্মত হলে এক বছর আমরা আমাদের সকল সেবামূলক অনলাইন প্রকাশনা এবং ই-বুক প্রকাশনাগুলোতে evaly এর বিজ্ঞাপন দেখাবো।
আমাদের লাইফ একাডেমি একটি স্বপ্নের প্রতিষ্ঠান। এটিতে বিভিন্ন প্রজেক্ট আছে যার মধ্যে কিছু প্রজেক্ট প্রতিষ্ঠিত হয়েছে এবং কিছু প্রজেক্টের কাজ চলছে।
প্রতিষ্ঠিত প্রজেক্টগুলো হলো:—
• ঢাবি খ ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প (অনলাইনে মানবিকের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি প্রকল্প)।
• চতরাপিডিয়া (অনলাইন ও অ্যাপসভিত্তিক লোকাল কমিউনিকেশন মিডিয়া)।
• টাইম পাবলিকেশন্স (অনলাইনভিত্তিক ই-বুক প্রকাশনী)।
এছাড়াও আছে পারসোনাল কনটেন্ট মেকিং (সোশ্যাল মিডিয়া কনটেন্ট)।
এছাড়াও,
BRUR Power, Freshers' Jobs BD এবং BD Offers প্রজেক্ট তৈরির কাজ চলছে।
আমরা যেভাবে কাজ করি—
আমরা মূলত আমাদের বিভিন্ন প্রজেক্টের অ্যাপস এবং ই-বুক সাপ্লাই দিয়ে থাকি। অ্যাপসগুলো ওয়েবপেজ ভিত্তিক ওয়েব অ্যাপস হয়ে থাকে এবং ই-বুকগুলো পিডিএফ ই-বুক হয়ে থাকে।
বৈশ্বিক পরিস্থিতির কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর সাড়া অনেক কম হলেও আমাদের লেখা 'DU Kha প্রিপারেশন হ্যাকস' বইটি ৫০০+ স্টুডেন্ট পড়েছে।
আমাদের 'A Handbook on English Grammar', 'গিভ অ্যান্ড টেক', 'আই ডোন্ট কেয়ার', 'লাইফ হ্যাকস', 'স্বপ্ন, ভালোবাসা ও বাস্তবতা', 'Strategical Knowledge' বইগুলো প্রকাশের পূর্বেই এসব পড়ার জন্য পাঠকগণ আগ্রহ নিয়ে আছে। আমরা এসব বইয়ে 'কারেন্ট অ্যাফেয়ার্স' এর মতো করে স্পন্সর গ্রহণকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিবো।
গুগলে আমাদের প্রজেক্টগুলোর নাম সার্চ করলেই আপনারা আমাদের প্রজেক্টগুলো দেখতে পাবেন।
আমরা মূলত আমাদের প্রজেক্টের কনটেন্ট মেকিং সিস্টেমের পারফরমেন্স বৃদ্ধির জন্য কিছু ডিভাইস কিনবো বলে বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট স্পন্সর আহবান করে বার্তা পাঠাচ্ছি।
সংযুক্তি—
• 'ঢাবি খ ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প' প্রজেক্টটি অনলাইনে দেখতে এখানে—ক্লিক—করুন।
• 'চতরাপিডিয়া' প্রজেক্টটি অনলাইনে দেখতে এখানে—ক্লিক—করুন।
• 'টাইম পাবলিকেশন্স' প্রজেক্টটি অনলাইনে দেখতে এখানে—ক্লিক—করুন।
• Freshers' Jobs BD এর অংশ BCS Preparation Program প্রজেক্টটি অনলাইনে দেখতে এখানে—ক্লিক—করুন।
আমাদের সকল প্রজেক্টের স্পন্সরশিপ নিতে কিংবা প্রতিষ্ঠিত প্রজেক্টগুলোর স্পন্সরশিপ নিতে কিংবা আমাদের সাথে যেকোনো ধরণের মার্কেটিং ডিল করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
নিবেদক—
মেহেদী হাসান,
উদ্যোক্তা, লাইফ একাডেমি।
প্রতিষ্ঠাতা, ঢাবি খ ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প।
ফাউন্ডার অ্যান্ড সিইও, চতরাপিডিয়া।
প্রকাশক, টাইম পাবলিকেশন্স।
লেখক, DU Kha প্রিপারেশন হ্যাকস।
ফোন : 01746315639 / 01743778778
Facebook : facebook.com/mahadihasan24
ই-মেইল : lifeacademy.ac.bd@gmail.com
ধন্যবাদ | ভালো থাকুন
This comment has been removed by the author.
ReplyDeletehttps://www.techtunes.io/webware/tune-id/232111
ReplyDelete